এত কোলাহল ডাকে, সেই সুখমাখা ফাঁকে,
আজ চারিদিকে জোনাকির আলো।
আলো আজ ঢেকে দিলো, তাতে কালো চলে গেল?
চেয়ে দেখো ছায়া ঠিকই পাশে ছিল।
তবে আলোরই গল্প হয় ছায়া রেখে মেঝেতে,
তার শুরু পদতলে হয়।
মানে বুঝেছ কি তুমি শেষ হলে তার শুরু,
তাই জোনাকি কি বিলাসিতা নয়?
সেদিন ভেবে রেখেছো কি? গল্প কি হবে একই?
আলো মাখা মদে মাতাল আমি আরো!
ভয়ে চেয়ে দেখি নিচে, যতো আলো বাড়ে কাছে,
ছায়া কাছে আসে ততো হয়ে গাঢ়!
—
“Traveling” by AnEpicHibiscus
(Visited 698 times, 1 visits today)