ধুলোমূর্তি

একমুখ নারীর মত, স্বপ্নপূর্ণা, বিধাতার দেয়া সব’ই আছে, ভাঙ্গা আয়নায় – বৌ সাজা কি দেখা হবেনা ?? একমুখ নারীর মত, কেউ শুনেনা – বাজিয়ে নূপুর পা দুইখানা – কথা কয়, দেহের মধ্যে হৃদয় কোথায় ?? একমুখ নারীর মত, বর্ণহীন, অনেক প্রশ্ন তুলে দেয়, ঘোলাটে, ভালোমানুষি আর কত দেখাবি ?? একমুখ নারীর মত, মাতাল, অমাবস্যায় তারা …

মার্ক্সবাদীয় জবানবন্দী

আমি, তুমি মিলে চলো জোট বেঁধে তারাদের মৃত্যুদণ্ড ঘোষণা করি ক্ষুদ্রতম সন্ধ্যে দেবার দায়ভারে। শহরের উষ্ণতম দিনগুলোকে ছুটি দেই চলো খেয়ালীর মোড়ে, বাইপাসে হেঁটে পায়ে, সিনেমায়, পোস্টারে। চলো পালন করি আজকের দীর্ঘতম বেসামরিক দিবস তোমার কাঁচের মত সবুজ অশ্রুবিন্দুতে ভেঙে যাবার গল্প এঁকে, চোখে, নখে হাহাকারের মত সমুদ্রের ছোট্ট টুকরো রেখে। ভেবে দেখো, আজ কিছু …