পাঁচমিশালি মিথস্ক্রিয়ায়, অস্তিত্ব চাপা পড়ে নতুন ঢালা পিচে— সেখানে আবারও পথের জন্ম দেবে যে, লুকিয়ে থাকে মস্তিষ্কের একটু নিচে। কালিক পরিবর্তনে জঠরের আকার বদলে যায়, জননী অজান্তেই অমানুষ জন্ম দেয়— পৃথিবী ভাসে তার হর্ষের শীৎকারে! আমিও মানুষ ছিলাম কোনকালে কালের চাহিদা মেটাতে আমাকেও হতে হয় যন্ত্রচালিত কল— জোর করে ভুলে যাই, আমি তো কেবলই জল! …
Five Haiku
Rain Pit-a-pat drops rain Plant leaves shiver with a thrill Wounds in your heart heal Footprints The road is empty Closely you look and find there Footprints aplenty Love Two beautiful eyes Peep through the window curtains My mind still uncertain Promises When they met again She returned him a bouquet Of promises he broke …
শবাগ্রহ
আমার লাশের ভার পৃথিবীকে দিও না; আকাশে দাফন দিও, সন্ধ্যাবেলা, পাখিরা ফিরে গেলে। গোপন করে রেখোনা মৃত্যুসংবাদ, জেনেছি— মৃত্যু খুব গোপন কিছু নয়। আত্মহেলায় আমার মৃত্যু সংবাদ আমিই গোপন করে— এতোদিন ধরে ঘুরছি তোমাদের সম্মুখে। আকাশে দাফন দিও— সন্ধ্যাবেলা, নীড়সব পাখি হয়ে গেলে।