পরিচয়ে আমি মানুষ- কিন্তু আমি তো জানি- বাবার বাধ্য মেয়ে আমি। যার শিক্ষা গ্রহণের অধিকার আছে, কিন্তু নেই মত প্রকাশের স্বাধীনতা। পরিচয়ে আমি মানুষ বটে। যে অর্ধাঙ্গী, জননী, বোন, প্রেয়সী ভালোবাসার জলে জলে ভরা আমার নদী শুধু নেই ঢেউ, যে ঢেউয়ে ভেসে পাড়ি দিতে পারি পরাধীনতার সমাধি। পরিচয়ে তাই আমি মানুষ নই- আমি নারী। আমার …
Monsoonletters at #WOWDHK Rangpur
‘তোমরা যদি মনে করো- প্রজননযন্ত্র বলে আমি জননী, রমনযোগ্য বলে আমি রমনী, মহলে থাকি বলে মহিলা, গৃহে আসবাবের মতো বলে গৃহিনী, তবে ভুল ভাবছো- আমি একবিংশ শতাব্দীর নারী।’ Monsoonletters performed the poetry piece “নৃমুন্ডমালিনী” at #WOWDHK Rangpur jointly organized by British Council, Southbank Centre and CCD Bangladesh at Begum Rokeya University on 4th October, …