যানজট

এই অদ্ভুত শহরের যান-গুলো চলে ভালোবাসাবাসি করে। নব্য প্রেমিক-প্রেমিকার অনাবশ্যক ছোঁয়া-ছুয়ির মতন। মাঝে মাঝে ওরা আঁটকে যায়। যানজটের যান গুলো জেগে থাকে সারি সারি হেড-লাইট জ্বেলে, সহস্র ইঞ্জিনের মৃদু গুঞ্জনে যেন জানিয়ে দেয় অপেক্ষমান অনন্ত কালের জন্য ওদের কিচ্ছুটি করবার যো নেই, নড়বার যো নেই। আমাদের চোখে আলো জেগে ঘুম-জাগা প্রহরের মতন, ওরাও কাঁটায় যান্ত্রিক-জীবন। …

এসো হে প্রিয়া মোর সাজায় প্রেমেরই বাসর

হুরেরা দারায়ে হৃদয়ো দুয়ারে আনিছে সুরের মালা তোমারে পরাবো দুহাতে সরাবো বিহারে ভোলাবো জ্বালা তোমারো বিহনে তিমিরো তিথিতে তাতিয়া উঠে মন তারারাও পস্তায় তোমারে জরাবো জরিনো চাদরে ভাসাব কবিতার তিস্তায় পরিরা স্বপনে হরিণো নয়নে পরাবে তোমারে কষ্টি কাজল হুরেরা গায়বে দুরেরো মহুয়ায় অমরত্তের গজল চন্দ্রকুটে চরয়া তোমারে চরনে চরাব হরি চন্দন চোলিকা চৌলি চাঁদকে আনিয়া …