তোমারওতো অটোগ্রাফে আছে লেখা একটা ছবি নিরাধারের শুকনো জলের পাশ ফেরা ঘরে, শানকির খিঁচুড়িতে লেহন দিতে দিতে যেদিন ভাবনার শেষ ভেবেই ঢোক গিলে নিয়েছিলে ভুলে, আর তারপর অযথাই প্রেমিকার ছলে, দূরে থেকে ঠেকেছ ভাবনার কতো কাছে, তবুও যদি হতে চাওয়া সুবলার সুবলা হতে, ভাবনার জন্ম হতো জন্মান্তরে;যেখানে তুমি আছো, শ্বাস নিচ্ছো, পচে গিয়ে পড়ছো আস্তাকুড়ে, …
অ্যাকুরিয়াম
আমরা প্রত্যেকেই স্বপ্ন অ্যাকুরিয়ামে বন্দী, চাহিদা পুরণের তাগিদে ভেসে থাকা খাবারকে স্বপ্ন মনে করে, প্রত্যেকেই মাছের মতো সেই খাবার গিলে খেতে চাই। কেউ টুপ করে গিলে খায় কেউ অসহায়ভাবে হাঁ করে অন্যের স্বপ্ন খাওয়া দেখে,হজম করে। কেউ আবার মরে পঁচে যায়, সেই স্বপ্নের অ্যাকুরিয়ামে! কেউ আবার সেই অ্যাকুরিয়ামেই নিজেকে স্বাধীন মনে করে, সাঁতরে বেড়ায়! কিন্তু …
‘Women Talking,’ by Miriam Toews, Is a Mennonite #MeToo Novel
Between 2005 and 2009 in an isolated Mennonite colony in Bolivia, women and girls (as young as 3) regularly woke up groggy and bruised, their sheets smeared with blood and semen. Some members of the conservative patriarchal community blamed demons; others attributed these reports to “wild female imagination.” In reality, nine men in the close-knit …
more “‘Women Talking,’ by Miriam Toews, Is a Mennonite #MeToo Novel”
ইতর
আমার মা ভিক্ষা করে যেমন ক’রে সমাজ করে, রাষ্ট্র করে রাষ্ট্রপতি রাজা করে, প্রজা করে। আমার মা ভিক্ষা করে। বাবু মশাই বললো হেসে কি রে খোকা কাঁদিস ক্যানে কী হয়েছে? ক্ষোভের সাথে খোকা বললো আমার সকল চুরি গেছে! চুরি গেছে! বলিস কি রে!! কি ছিল তোর? কেইবা এলো তোর এখানে করতে চুরি? পথের ছেলে জন্ম …
Happy Endings
A loop in my brain plays chic flicks and tricks a dizzy heart which blushes and flushes down every last ounce of dignity and dreams along the way and I cook up the same dishes and mistakes as my mother and I swirl in mango juices waiting to go home held in bruised hands and …