।। ফিলিস্তিন ।।

  * ফিলিস্তিন, তুমি কাঁদো তোমার চার বছরের নিহত শিশুটির জন্য যার মৃত্যু দিয়ে ঈদ উদযাপন করছে জাবালিয়া শহর— বস্তত সমগ্র ফিলিস্তিন জেরুজালেম, রামাল্লা, আল-আকসা মসজিদে যারা নির্বোধ— হত্যা করছে মানুষ; তাঁদের জন্যেও কাঁদবার অধিকার আছে তোমার ওটা মূলত করুণা বোমার আঘাতে যে পিতা মরে গেলো তাঁর জন্য নয়— তাঁর বুকে চাপা পড়া বালিকাটির ভবিষ্যতের …