পুরনো পথে হেঁটে নতুন কিছু মনে পড়েছিল; কিছু একটা যা তোমার অতীতের মত সদ্য, ভুলে যাওয়া দিনের মত স্বচ্ছ, যা তাড়িয়ে ফিরছে তোমার অভিভূত মুহূর্ত। তুমিহীন আমি সবটুকু দেখেছি। খুব নিবিরতায় আমি তোমার কল্পনাকে দেখেছিলাম, এবং দেখেছিলাম সমস্ত না বলা কথাদের। এমনকি তোমার হাসি-কান্নার দিনগুলোও। কালির সাথে সম্পর্কবিহীন পড়েছিলাম সবগুলো খোলা পাতা। এক পলকে দেখেছিলাম …
Broken Seedling
The kindness in his eyes, The unwavering umbrella, Malice in disguise. Quivering and crying, “It’s okay, it’s normal.” Put yourself to sleep, lying. Can’t be down, show them your teeth, They might find out, That the dark clouds were underneath. Masked by absence of doubt, Don’t worry, it’s all over. You’re not the same . …
ব্যতিক্রম বাসর
আসো! যেকোন দিন একটিবারের জন্যে হলেও আসো! তুমি এলেই ফুল ফোটাবে মৃত্তিকাহীন প্রাচীন দূর্বাঘাসও। এসো, কিন্তু যেওনা! যেতে চাইলেই ফণা তুলবো, ছোবল দেবো। সাপ ভেবে ভয় পেওনা শেষ অব্দি যাবেই যদি সঙ্গে নিও সঙ্গটুকু। বরফ ঢেলে, আগুন জ্বেলে সাজিয়েছি ব্যতিক্রম বাসর। সেই যে কবে বেহুলা আর মৃত লক্ষিন্দর অভিশাপের ভেলায় চেপে ছেড়েছে বন্দর। প্রিয় আমার, …