আমি রাত দেখেছিলাম

আমি রাত দেখেছিলাম আমি রাত দেখেছিলাম চাঁদ ধোয়া জলে, তখনো পৃথিবীতে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিতে বিভাজন শুরু হয় নি, আমরা ভালোবাসলে তাতে ঘৃণা মেশাতাম না। তাই আমার সমস্ত অনুভূতিতে তখন ছিল বিস্ময় , শুধুই বিস্ময়। এক আত্মা পরিমাণ বিশুদ্ধ বিস্ময় নিয়ে আমি যা দেখেছিলাম আজো তার সমকক্ষ হতে ইতিহাসের পর ইতিহাস রচিত হয়। I saw night. …

তোমার ভালোবাসার চারাগাছটা বাড়েনা কেন?

তোমার ভালোবাসার চারাগাছটা বাড়েনা কেন? আমিতো নিয়ম করে জল দেই, প্রেমের স্বল্পতা দেখতে পেলে অকৃপনভাবে দেই প্রনয়ের সার। মাঝে মাঝে দক্ষ মালির মতো ছেঁটে দেই অপ্রেমের ডালপালা, উপড়ে ফেলি সন্দেহের আগাছা তবু তোমার ভালোবাসার চারাগাছ বাড়েনা কেন? এদিকে আমার ভিতরের গাছটা তরতর করে কেবল বাড়ছে। সেদিনের সেই ছোট্ট গাছটা বাড়তে বাড়তে আজ মহীরুহ। গভীর থেকে …

শিরোনামহীন

আমিও তোমার মতো করে একদিন- আমাকে ছেড়ে চলে যাবো, রেখে যাবো মৃতদেহের গভীরে জমাট হাহাকার।