আমরা প্রত্যেকেই স্বপ্ন অ্যাকুরিয়ামে বন্দী,
চাহিদা পুরণের তাগিদে
ভেসে থাকা খাবারকে স্বপ্ন মনে করে,
প্রত্যেকেই মাছের মতো
সেই খাবার গিলে খেতে চাই।
কেউ টুপ করে গিলে খায়
কেউ অসহায়ভাবে হাঁ করে
অন্যের স্বপ্ন খাওয়া দেখে,হজম করে।
কেউ আবার মরে পঁচে যায়,
সেই স্বপ্নের অ্যাকুরিয়ামে!
কেউ আবার সেই অ্যাকুরিয়ামেই
নিজেকে স্বাধীন মনে করে,
সাঁতরে বেড়ায়!
কিন্তু কাঁচ ফেটে বাইরে আসা দুরুহ,
শুধুমাত্র, শুধুমাত্র মৃত্যুর পরই
স্বপ্নকরিয়াম থেকে বের হওয়া যায়।
—
Photo: Raisul Nayon
(Visited 20 times, 1 visits today)