ভুলে, আমার মাথা খুজে পাই
বিছানায়, ধুয়ে-মুছে ওর জানালার-কিনারায়
এতো সব চোদার পরেও, দেখ!
আকাশ ঝুলে আছে, আলপিনের তলায়
চোখ বন্ধে, ওর নাক আরো লম্বা
পুরা সময়, ওকে ধরে আছি,
ভিড়ে, মোচড়ানো, ভাজে,
মোড়ণে, মাথা নত, আলহামদুলিল্লাহ
এমন কারো জন্য যে আমার দম
বন্ধ করে রাখে। আমি ওর জীবনের উপর
এতো হালকা হয়ে পরবো বোধগম্যই হবে না
আমি তার।
কোন দাগ ছাড়বো না
ওর বালিশে, কাগজে
ডিভিডি, ছুরি, ওয়াইনের গ্লাসে
কি আশীর্বাদ
এক মাত্র যখন ও ঘুমায়, তবে
আমি নিঃশ্বাস ফালাই। এতো গভির
আমার পাঁজর ভেঙ্গে তরণীর আরোহণ।
Art: Ghosted, u/Kangaroos_r_Trexdeer, Acrylic on canvas, 2020
(Visited 129 times, 1 visits today)