মধ্য দুপুরের সূর্যরা হয় পূর্ণ যৌবনা।
কারো মনে সাধ জাগে মেঘের মলাটে নিজেকে লুকানোর,
কেউ বা খুঁজে ফেরে গোধূলি লগ্ন,
কারো হাতে এসে ভর করে পুরো রাজ্যের আকাশ।
কেউ বা হতে চায়-
নিভৃত রজনী আর কেউ বা একফালি বাঁকা চাঁদ ।
ক্ষণিকের চাঁদে যাদের মন ভরে না তাদের চাই ভরা জোছনা ।
হঠাৎ হঠাৎ কেউ ভাবে অমাবস্যাই বা খারাপ কি?
রোদের শব্দ থেমে গেলে থেমে যায় সব স্তব্ধতা,
তখনও তো সাধ জাগে আরেকবার যদি হই মধ্যদুপুর-
শেষ রশ্মি দিয়ে হলেও পৃথিবী হবে আলোকিত।
তবে আজ কেন নয়?
আজও তো ঠিক দেখা মেলে-
আলোকিত অবারিত এক মধ্যদুপুর।।
—
Art: Gaze, Digital, 2560 x 1440
(Visited 160 times, 1 visits today)