দুটো বুলেট নিয়ে দুটো রিভালভারে, ঠিক তাক করব দুজন দুজনের দিকে
ঠিক সেখানটায় যেখানে তুমি কালো টিপ পরে থাকতে,
আর আমার কপালের মাঝ বরাবর, যেখানে তুমি হরহামেশা চুমু আঁকতে।
মনে বাজবে শরতের সুর, বাতাস বইতে থাকবে হালকা করে।
হ্যাঁ অবশ্যই তোমার ওড়না উড়বে সামান্য। দুলবে খানিক।
কিছুটা মাতাল হওয়াও যেতে পারে।
যেন কিছুটা শুটিংস্পটের মতো অনুভূত হয়
ফিল্ম শেষে নায়ক নায়িকার করুণ কিংবা অকাল মৃত্যু।
আমাদের খবর পত্রিকায় উঠতে পারে। টিনেজরা বলবে ইশ কি প্রেম!
আত্মহত্যা, পারিবারিক অশান্তি, মনোমালিন্য কারণ হিসেবে দাঁড় করাবে তরুণ সাংবাদিক।
কিন্তু তুমি আমি প্রেমে পড়ার আগে আমরা কেন অতীতে আরেকবার প্রেমে পড়েছিলাম
সেই দুঃখ ঘোচাতেই যে আমরা আমাদেরকে মেরে ফেললাম,
এই সত্যটুকু কেবল আমরাই জানবো।
(Visited 23 times, 1 visits today)