তোমারওতো অটোগ্রাফে আছে লেখা একটা ছবি
নিরাধারের শুকনো জলের পাশ ফেরা ঘরে,
শানকির খিঁচুড়িতে লেহন দিতে দিতে
যেদিন ভাবনার শেষ ভেবেই ঢোক গিলে নিয়েছিলে ভুলে,
আর তারপর অযথাই প্রেমিকার ছলে,
দূরে থেকে ঠেকেছ ভাবনার কতো কাছে,
তবুও যদি হতে চাওয়া সুবলার সুবলা হতে,
ভাবনার জন্ম হতো জন্মান্তরে;যেখানে তুমি আছো,
শ্বাস নিচ্ছো, পচে গিয়ে পড়ছো আস্তাকুড়ে,
সেবেলাতেই চিন্তার শেষ খুঁজে ছাড়ছো নিঃশ্বাস।
বলেছিলে তোমার আহত টুকরোর শব
পেয়ে যাবো কাছাকাছি,
তারপর খুঁজে খুঁজে তুমি ছাড়া কত কি পেলাম বলেই
পায়ের হারিয়ে যাওয়া ছাপটুকু ছিলো বাকি।
—
Art: Cloud Machine, Dominik Mayer, Digital, 2017
(Visited 75 times, 1 visits today)