কিভাবে বোঝানো যায় তাকে
পাখি হবার সাধ ক্যানো জাগে
কি কারণে আকাশ হৃদ-গহীনে গাঁথা
কি সুখ ঘুমকে পৃথিবীর পথে টানে?
অনেকটা শোকের পরে ক্যানো
গদ্যের মতো হয় ঘর
কিসের আশায় জাগে ফুল
এ্যতো এ্যতো বর্ষার পর?
ঘুরো পথে মুক্তি আসেও যদি
মেলে কি দেখা এক পৃথিবী হাসি
মুছে গ্যালে কপালের লেখা
কেউ কি আবার ভালোবাসে?
শেষ হয় না কিছুই, কোনও দিন,
প্রিয় জোসেফিন,
মানুষ হারায়, মানুষ ফিরে আসে।
(Visited 25 times, 1 visits today)