আমি দাড়াইয়া ছিলাম বিছনার পাশে,
জানালায় মাকড়সার জাল গুলা যেন ক্যানভাস,
মরা মশার ছবি আঁকা।
আমি দাঁড়াইয়া ছিলাম তোমার পাশে,
হাতে মালা লইয়া!
অনেক সময় গেলো, একদিন, দুইদিন- ৭৮ ঘন্টা
হয়তো আরও বেশি সময়!
এমন করিয়া ফুল গুলা শুকাই গেলো।
বিছনায় কুকুরেরা ঘর করিল।
দাঁড়াইয়া ছিলাম তোমার বিছনার পাশে-
আর হাতের ফুল গুলা শুকাইয়া গেলো হাতে!
সময় এক বড় জানোয়ারের বাচ্চা।
সাদা চিলের বাচ্চার মতন আকাশে উড়িয়া
কল্পনারা গিলে খাইলো,
আর আমি,
আমি দাঁড়াইয়া ছিলাম শুধু ||
—
Photo: ফয়সাল মাহমুদ
(Visited 209 times, 1 visits today)