আমায় খুঁজে পাবে
আমাজনের বৃষ্টি অরণ্যে কিংবা পেরু আকাশে পাখির ডানায়
আমায় খুঁজে পাবে
টেমস নদীর বুড়ো জলে অথবা লেক হিলিয়ারের পূর্ণ কানায়
আমায় খুঁজে পাবে
চীনের ঝুলন্ত মন্দিরে কিংবা গ্রীসের উল্কা মাটিতে
আরও খুঁজে পাবে
ক্ষমতা খেয়ালে তছনছ হওয়া বাংলার ঘাঁটিতে।
আমায় খুঁজে পাবে
সাদা পাহাড়ে, চূড়ার শিখরে, দাঁড়ায়ে আছি উড়ায়ে চুল
শাড়ির আঁচলে, চোখের কাজলে, খোঁপার আদরে গোলাপ ফুল
আমায় খুঁজে পাবে
তাহিতির কালো বালুকাবেলায় অথবা দখিন ইতালির নীলঘুহায়
খুঁজবে কি তুমি?
মাদাগাস্কারে, প্রকৃতি যেখানে মায়া রঙ্গিন
পরম আদরে প্রেম শেখায়
কোরাল সমুদ্রের দীর্ঘ প্রাচীরে কিংবা পোল্যান্ডের বক্র বনে
খুঁজবে কি তুমি?
তোমার ভেতরে, হাতড়ে দেখবে তোমার মনে।
আকাশ ছাড়িয়ে মহাকাশে, মহাকাশ ছাড়িয়ে অনন্তে
খুঁজবে কি তুমি?
প্রিয় মানুষের অমন হাসি মাখা
ঠোঁটের মৃদু প্রান্তে।
আর কোথায় খুঁজবে তুমি আমায়
খোঁজার কি প্রয়োজন আছে?
তুমি সেতো আমি, এক সত্তা এক মন
আমি সেতো তোমারই কাছে।
Art: @kris_sleep
Nice writings