সম্বিত ফিরে পাওয়ার পর থেকে যা ছিলো
তার সব কিছুই ক্ষমা,
মেঘ, বৃষ্টি অথবা বর্ষা,
ওরা সবকিছুরই উর্ধে থেকে যায়,
বৃষ্টি হয়ে যায় বৃহন্নলার বারান্দায় তবু
ভেজা হয়নি পুরো তিন-চারটে বছর।
খুব ভোরকে যখন সকাল বলা হয়,
সুর্যদেব তখনও আলো দেখতে পায় না,
হাতড়ে হাতড়ে যতকালই সেকালের কাদামাটির গন্ধ নাক অবধি পৌছোয় না,
আমাদের শরীর ততক্ষনে জ্যোৎস্না পেয়ে যায়।
ওইযে যেদিন ওই কাক কালো অন্ধকারের কথায় গা শিউড়ে উঠতো,
বাচ্চাটা তখনও বালুচরে নৌকো সাতরায়,
সন্ধেতারার অশ্রুজলে প্রসাদ চুষে চুষে রাত ভোর হতে গেলে,
নিয়মের ভূলে ততকালই তারা ভূল-ভাল বকে যায়।
অনিয়ম, তুমি এক মহামানবী,
শরীর বেয়ে উঠতে থাকা কিছু-একটা।
—
Art: Blood moon by u/meemoomeemoo38
(Visited 82 times, 1 visits today)