অতঃপর উপসংহার

Art: Fan Ho

শুক্লা পক্ষের পঞ্চমীর চাঁদটিকে কালো মেঘ যখন গ্রাস করেছিল ,
 অজন্তা বিলের ধবল বকটি তখন শেষ শিকারে মত্ত ছিল ।
 সূর্য নাটরঙ্গ ছেড়ে বিদায় নিল পর্দার আড়ালে,
 বড় ক্লান্ত সে আজ –
 তৈরি হতে হবে তাকে নতুন পালায় অভিনয় এর জন্য ।
তবে তার সান্ত্বনা ছিল ; অন্য দিনের , অন্য ভোরের কাছে …।
 তাই তার পতনে দম্ভ ছিল , ছিল নিশ্চয়তা ।।
 নিশার শিশিরের কান্নায় গা ভাসাল শুকনো পাতাটা ,
 শব-স্নান হল তার আজ ।
 তবু ঋণ শোধ করেছিল সে মাটির উর্বরতা বাড়িয়ে ।
 কালো সূর্য গলিয়ে দিচ্ছিল আমার ইকারাস এর পাখা …।
 মৃত্যু আমার জীবনের থালা চেটেপুটে বলল , ‘আর আছে? ‘
মহাকাল যখন মুহূর্তে গিলে ফেলল আমায় –  ফুটফুটে বালকটি তখন আমার কবিতার পাতা ছিঁড়ে কাগজ এর নৌকো বানিয়েছিল।।


(Visited 53 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.