বায়ুসখা

শিমুলের শাঁখে:
এসব অতীত খুঁড়ে, ব্যবধান পুড়িয়ে কি হবে?
এইসব স্মৃতি এখন কচুপাতায় মোড়ানো বর্ষাকাল কিংবা একটা মরা গাছের অস্ফুট চিৎকার,
যে তার নাম ভুলে গ্যাছে,
যাকে হত্যা করা হয়েছে কোজাগেরী রাতে,
যাকে ভালোবাসি বলতে বলতে
ছুরি চালিয়েছে ভালোবাসা:
যে একটা ডোবায় পড়ে গিয়ে-মরে গিয়ে:
ধূসরীত সান্ধ্যমালা কবিতায় লিখেছিল,
যেখানে,প্রেমিকা তাকে ঠোট ভরা আগুন নিয়ে জিহ্বার ডগায় খুনী খুনী চোখে গেঁথে রেখেছিল!

এই এভাবে ভালোবাসা বসন্তে আগুন নিয়ে এলে:
প্রেমিকেরা মরে গিয়ে আবার জন্মায়:
যাকে তোমরা দাবানল বলে ডাকো;
পারো যদি এ বসন্তে মুখোমুখি দাড়িও,
তুমি অনলে পোড়ালে:
আমিও খুব বাতাস হবো।।

Photograph: Shoot for the Moon by Auxknowl

(Visited 202 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.