
১ম
যে বলে, “কান্নার কি আছে। কিছুক্ষণ পরেই ভালোলাগবে।”
২য়
যে তোমাকে কৃতজ্ঞতা জানায় আর দেখে অবনত চোখে।
৩য়
যে তোমার খাবারের দাম দেয়,
দেয় বাড়ি পৌছানোর ট্যাক্সি
আর তোমার মায়ের ঘর ভাড়া।
৪র্থ
যে বলে,
“এতো ভালোলাগছিল, বুঝতেই পারিনি কি করে থেমে যেতে হয়।”
৫ম
যে বলে শরীর সঁপে দেয়া কঠিন কিন্তু তুমি কি অবলীলায়।
৬ষ্ঠ
গায়ে তামাকের গন্ধ নিয়ে যে বলে “আসো, আমি জানি তুমি এসব ভালোবাসো।”
তাদের জন্য যাদের সকালে খারাপ লাগে,
হ্যা, কারো কারো সকালে খারাপ লাগে
এবং কখনও কখনও তারা বলে তুমি এটা চাও
এবং কখনও কখনও তোমারই মনে হয় চাও।
স্বর্গকে কৃতজ্ঞতা তুমি চুরমার হয়ে যাও ভাঙো আবার ভেঙেচুড়ে গড়ো
অন্য কিভাবে আর এ কান্না সেলাই করা যায়?
কিভাবে শরীর বয়ে চলে?
—
Original Poem: https://tinyurl.com/y8sykx99
(Visited 112 times, 1 visits today)