দেশ থেকে দেশান্তর;
জ্যামিতিক বিন্দুতে আঁকা- গাড় লক্ষন রেখা;
শুধু আকাশটাই সীমাহীন!
ভেসে আসা ভাষায় কোন ব্যাবধান বোধ করিনি;
হাজার বছরের লালিত সংস্কার অভিনড়ব;
একটি শরীরের মেরু বরাবর গেথে দেওয়া তারকাটা;
অথচ, অন্তিম নিঃশ্বাস অবধি রক্ত প্রবাহ স্বাভাবিক!
এভাবেই বেচে থাকা অনাদিকাল;
সীমায় সীমায়িত বিন্দুর অসীম সঞ্চারপথ;
দৃশ্যত বিভেদতলে বিমূর্ত হাতছানি;
সময়ের সমীকরণে সম্পর্কগুলো হারিয়ে যায়!
—
Photography: The Light Within, Michael Goh
(Visited 130 times, 1 visits today)