১।
মৃত্যুর পরে আবার না হয়
জিজ্ঞাসাবাদ করো!
মুখে শ্লোগান, বুকে মুক্তির গান
মিছিল করে মৃৎদেহ!
বলে ওঠে যা কিছু চিরসত্য!
মাথা নয় নত, মাথা নয় নত!
২।
অবৈধ বিপ্লব ও মুক্তির মাদকতা রাখার দায়ে
দ্রুত বিচার আইনে সাজাপ্রাপ্ত
ভয়ংকর আসামীর কাছ থেকে
দ্রোহ ও প্রেমের অসংখ্য
গাছ উদ্ধার করা হয়েছে!
সবার চোখকে ফাঁকি দিয়ে
এর চাষ হচ্ছিল দুর্গম বুকের খাঁজে!!!
(Visited 21 times, 1 visits today)