দ্রুতগামী কোন এক ট্রেনের নীচে-
শুয়ে পড়ি আজ মাঝরাতে;
সমস্ত জীবনের কোলাহল ভুলে,
অনিচ্ছায় গড়া জীবন ছেড়ে,
পিছুটান আর জোড়াতালি দেয়া ভালোবাসা ভুলে-
হয়ে যাই ছিন্নভিন্ন এক বেহায়া লাশ।
সকাল সকাল জীবিকার তাগিদে
বের হওয়া কিছু কুকুরের চোখে
পড়ে থাকা আমায় দেখে লাগুক না হয় লোভ।
খেয়ে পড়ে লাশ, যতটুকু থাক
রেখে দিও অবেলায়,
হবে কারো ভোজ।
ইচ্ছেরা চোখের সামনে ভেসে ওঠে,
শকুনের মত লোভাতুর হয়ে যাই-
লাশের লোভে, নিজের লাশ!
দেহের মধ্যে আত্মাটা পুরোনো,
ভুলেভালে জর্জরিত,
উড়ে যেতে চাই তাই রোজ।
সবকিছু ফেলে একদিন তাই,
চলে যাই সেই পুরোনো পথে-
ঢাকা থেকে দূরান্তের সেই স্টেশনে
মাঝরাতে লাশ হয়ে রই।
সেই একজন সে পথেই বসে
দিন গোনে- কেয়ামত কবে?
নতুন জীবনে যে আবার-
সবকিছু মন মত হবে!
(Visited 15 times, 1 visits today)