মায়াবতী

শেষ রাতে হুংকার দিয়ে –
শেষ বাঁশী বাজিয়ে চলেছে নাবিক।
রাতের নিস্তব্ধতায় জমা হয় ছায়া।
চাঁদ নির্গত করে অবিরাম,
স্বচ্ছ
সুগন্ধি।
পূর্ণ হয় কোল জুড়ে;
উচ্ছ্বাস কোথায় মায়াবতী?
যদি গোলাপের গাছে,
রাজকীয় আভা উৎভাসিত হয়;
শুধু গোপন প্রেমের আহ্বানে-
অনুমান করি সত্যিই ভালোবাসো।
শব্ধাধিক্যে প্রকাশ নয়-
ভালোবাসার বর্হিপ্রকাশ হোক স্বপ্নে।
প্রতিটি নিঃসঙ্গ অনুভূতিতে,
অনুভব করো মায়াবতী!

Art: African love, u/Human02211979, Acrylic, 2019

(Visited 110 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.