ভাল আছি

Midsummer, Djamila Knopf, Digital art, 2019

কোন কোন দিন বেদনা রঙিন স্বপ্নরা বুকে বিব্রত বসবাস।
শ্রাবন শ্বাসীত ভাল আজও বাসিতে নিশিতের অন্ধ আকাশ।
অনাহূত সুখ অবিরত ভাসুক চোখেরই জ্বলে,
ঘর বাধা হত আমারএই ক্ষত, তোমার ছোঁয়ায় প্রশান্ত হলে।
অশান্ত মন, বসন্ত শ্রাবন , সময় গিয়েছে ঢের
তবু শ্বাশত সত্য কেপে উঠে চিত্ত যদি মনে পড়ে ফের।
জানি এখন তুমি কনকচাঁপা রাত্রি হলে ভোর,
আমি আজও নষ্ট ছেলে কাটলে নেশার ঘোর।।
তবু দ্রবীভূত অভিমানে শুধু শ্রাবন স্রবনে যদি কেটে যেত এ জীবন।
অনাহূত যত ক্ষত হাসি মুখে অভিনীত নিভে যেত বুকের দহন।
হাসি হাসি মুখ নিয়ে ভালবাসি সুখ নিয়ে কেন বেঁচে থাকা সবার মাঝে?
আজও কারচুপি কাজ করা বেদনার ভাজ করা বুকের ভাজে।
নোয়ানো অভিমানে পিয়ানো বাজেনা মনে নিয়নের আলোয়
দিওনা তুলে পাল সৃত্বির ভাবি কাল আমিত আমার মত-
আছি ভালই।।

(Visited 50 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.