বৈশাখ

এই বৈশাখে-
তোমার ঐ দুধে-আলতা মুখে খয়েরী টিপ পড়বে বলেছিলে,
কাচা সজনেডাঁটা শরীরে জড়াবে লাল পাড়ের জামদানি,
যার আচলে থাকবে একশ নদীর নাম।
আইলেস, লিপস্টিক আর একপায়ে পড়বে ঝুমকো লাগানো রুপোর নূপুর-
হাত ভরা রঙ-বেরঙের চুড়ি আর চুড়ি!
মরি মরি সুন্দরী,
রুপ ভেবেই মুর্ছা যাই!
মরার মন বোঝেনা-
চেতনায় আছো, বাস্তবে নাই।

(Visited 112 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.