পুরনো পথে হেঁটে নতুন কিছু মনে পড়েছিল;
কিছু একটা যা তোমার অতীতের মত সদ্য,
ভুলে যাওয়া দিনের মত স্বচ্ছ,
যা তাড়িয়ে ফিরছে তোমার অভিভূত মুহূর্ত।
তুমিহীন আমি সবটুকু দেখেছি।
খুব নিবিরতায় আমি তোমার কল্পনাকে দেখেছিলাম,
এবং দেখেছিলাম সমস্ত না বলা কথাদের।
এমনকি তোমার হাসি-কান্নার দিনগুলোও।
কালির সাথে সম্পর্কবিহীন পড়েছিলাম সবগুলো খোলা পাতা।
এক পলকে দেখেছিলাম অপরিচিত সমস্ত কোলাহল।
তোমার ফুসফুস থেকে শ্বাস নিয়ে
নিমজ্জিত করেছিলাম অনুভূতিকে,
সঞ্চয় করেছিলাম অসঞ্চিত মুহূর্তকে।
(Visited 108 times, 1 visits today)