এসো হে প্রিয়া মোর সাজায় প্রেমেরই বাসর

হুরেরা দারায়ে হৃদয়ো দুয়ারে আনিছে সুরের মালা
তোমারে পরাবো দুহাতে সরাবো বিহারে ভোলাবো জ্বালা
তোমারো বিহনে তিমিরো তিথিতে তাতিয়া উঠে মন তারারাও পস্তায়
তোমারে জরাবো জরিনো চাদরে ভাসাব কবিতার তিস্তায়

পরিরা স্বপনে হরিণো নয়নে পরাবে তোমারে কষ্টি কাজল
হুরেরা গায়বে দুরেরো মহুয়ায় অমরত্তের গজল
চন্দ্রকুটে চরয়া তোমারে চরনে চরাব হরি চন্দন
চোলিকা চৌলি চাঁদকে আনিয়া বানাবো বাজু বন্ধন

নিকনো উঠোনে মুঠো ভরে এনে দেব মহাকাল
তোমার বোগলে ছোঁয়াব মৃগনাভি বিছায়া নিল মখমাল
স্বর্গ থেকে আনিব সুরা করাব তোমারে পান
মেঘের ওপারে বসায়া তোমারে ভোলাবো অভিমান

পরানে পিনাকি পানসি ভাসাবো হিয়ার হাওয়ায় তুলে দেব পাল
পুস্পে সাজাব প্রেমের পসরা কণ্ঠে পরাবো হারগুলিকা হরিতাল
তোমার ঠোঁটে উঠিবে ঊষা ফুটিবে পদ্ম প্রহরে।
তোমার ক্ষিপ্র খোপায় গুঁজিয়া দেব অচেনা কোন গ্রহরে ।

Art: “Dreamy mountains” pastel, 5”x12” by u/Mitchdavismann

(Visited 123 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.