
আমার রগে টানপড়ুক,
আমার শরীর ব্যথায় বেঁকে যাক।
আমার শিরায়, উপশিরায়
ছড়িয়ে পড়ুক সায়ানাইড।
আমার মস্তিষ্কে রক্তক্ষরণ হোক,
ক্রোধের লাল রঙ বের হয়ে আসুক
নাকমুখ দিয়ে।
আমার চোখ জ্বলে পুড়ে গলে যাক
বিষাক্ত অ্যাসিডে।
নিশ্বাস বন্ধ হয়ে আসুক জীবননাশক গ্যাসে।
আমার মৃত্যু হোক সবচেয়ে যন্ত্রণাময়।
আমার মুখ থেতলে দিয়ে চলে যাক
কোনো দ্রুতগামী ট্রেন।
সেই ট্রেনে বসে, তুমি আনন্দ ভ্রমণে যেয়ো।
(Visited 38 times, 1 visits today)