আমি অর্বাচিন প্রথার সীমা লংঘনকারী;
আবেগ আপ্লুত অবয়বে পরিস্ফুটিত রহস্যময়ী সৌন্দর্যে
তৃষ্ণা নিবারনে প্রবৃত্ত;
মন্থর গতিতে বয়ে চলা স্রোতে গা
ভাসাতে দ্বিধা নেই;
পুলকিত অভিব্যাক্তির অতলে হারাবার
স্বাধ জাগে;
আবেগগুলো বিমূর্ত বলে’ই অস্পর্ষ;
ফুটন্ত পুষ্পের গহ্বরে সঞ্চিত মধু আহরনে
ব্যাকুল ভ্রমরার গুঞ্জরনে অনুপ্রানিত হই!
অপার যাতনার নোনা জল বুকে ধারন করে আছে সমুদ্র;
নীল আলোর বিচ্ছুরণে বিমুগ্ধ সৌন্দর্য চারদিকে;
প্রকৃতি আদিম খেলায় মগ্ন;
তোমার বুকের বিনম্র তরঙ্গ বিচলিত;
আলো – আঁধারের সন্ধিরেখায় দেখেছি তোমার তৃপ্ত চোখ;
আমার দৃষ্টিতে ক্লান্তি নামে;
আমি হারিয়ে যাই আঁধারের নিদ্রা দেবীর কোলে!
(Visited 107 times, 1 visits today)