আজো নিভৃতে হৃদয় ভাঙার পরিসংখ্যান
নদী ভাঙনে বিলীন ঘরের সংখ্যা ছাড়ায়।
পত্রিকার শিরোনামে পরিবার ভাঙনের সংখ্যা
আর বদন বইতে রঙ উপচে পরে সম্পর্ক উদযাপনে।
বাস্তব আর স্বপ্নের সীমানায় আমরা ইট গাথি
অনেক চেনা মুখ ও মুখোশের স্মৃতি পুড়িয়ে
কথার সুতায় তবু তাঁত বুনি কোন খেয়ালে
এত শব্দ, গন্ধ, ছবি, গতি, এত নতুন প্রতিকৃতি
দেহ মন তাও মজে না, খুঁজে ফিরে পুরনো আখ্যান
শশ্মানের দোরগোড়ায় চাই বর্ষাস্নাত পাতার ঘ্রাণ!!
(Visited 15 times, 1 visits today)