ঘর টানে না, বাইরে এলাম। বাহিরে ঝড়-বাদল
মৃত্যু উস্কে দিচ্ছে
যাবতীয় স্মৃতিও-তো সুঁই এর মতো বিঁধছে
সারা গায়ে। যেমন: স্নানের জল,
তোয়ালে-সাবান-শ্যাম্পু হাতে দাঁড়িয়ে থাকা নারী
যেমন: গন্তব্যহীন ক্লান্ত ক’জন দূরের পথচারী
কেউ নিজের ছায়া হারিয়ে ফের নিজের পিছেই ঘুরছে
কারো কোন ঠিকানা নেই, ঠিক জানা নেই কার কতটা পুড়ছে?
শেকড় শুধু আগলে রাখে বৃক্ষ, শাখা জানে পাখিদের প্রস্থান
সকল মানুষ এক যন্ত্রণার, এক বিষাদের বিভিন্ন সন্তান।
Art: Stuart Davis, Landscape with Garage Lights, 1931–32,
(Visited 296 times, 1 visits today)