নাগরিক রাবণ

নাগরিক প্রাণ আমি
প্রকৃতির উদারতায় তাই বদহজম
নাগরিক ঘ্রাণ আমি
নাগরিক জনে-জালে আটকে জীবন;
আমি নগরীর অভিশপ্ত পণ
নিঃশ্বাসে যে ঢালে অন্তর্বিষ অনর্গল,
অনুশোচনা কেবল –
দীর্ঘজীবী হতে থাকে নাগরিক রাবণ।।
কী জানি
ফাঁকা, এক্কেবারে ফাঁকা লাগছে
এগোচ্ছে না কিছুই,
না মন না শরীর- নাহ্ কিচ্ছু না
বুকটা ঢিবঢিব দিনটা নিবনিব
জোঁকের মত সিঁটিয়ে যাচ্ছে সব
শুধু কাটাকুটি

 

Art: Secret Garden, u/christinagineris, Oils, 2021

(Visited 76 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.