
মাছ-মাংসের বাজার ঘুরে,
সবজি কিনে ঘরে ফিরি রোজ।
তাতে আমার কোন দুঃখ নেই,
দুঃখ থাকবারও কথা নয়।
শুধু আমার বাবার কথা মনে পড়ে,
মনে পড়ে শৈশবের ছোট ছোট দুটো হাত
কেমন বড় বড় দুটো হাতের ভেতর লুকিয়ে যেত-
কেমন করে বাবা বুঝে যেত আমি ঠিক কোন মাছটা চাই!
তখন অই ছয়ফুট লম্বা অতবড় মানুষটাকে
মনে হত- অদ্ভুত জাদুকর একটা বাচ্চা!
একহাতে ব্যাগ, অন্যহাতে আমি-
বাবা হাঁটছে, কেমন লম্বা লম্বা পা-দুটো
তবুও যেন আমার পায়ের শাসনে চলছে!
প্রতিটা মানুষেরই একজন বায়না মানুষ চাই।
আমার বাবা- হাসলে আকাশ নেমে আসে,
আর নিথর চোখে তাকালে থমকে থাকে মা।
আমার বাবা- অদ্ভুত জাদুকর একটা বাচ্চা।
—
Photograph: Foysal Mahamood
(Visited 51 times, 1 visits today)