আয়ুকাল

শুক্রবার সন্ধ্যার পর ৩৬০° ঘুরে যাওয়া পৃথিবীটাকে বুঝতে হলেও আমি শুক্রবার সন্ধ্যায় যাবো!
সবকিছু এতটা সহজ নয়,
অথবা এতটা সহজ
সবকিছুই,
যেনো রাস্তায় পরে থাকা
জমা ময়লা লাফিয়ে পেরিয়ে যাচ্ছে ক্রসিং,
যেনো তদন্ত থেকে উড়ে যাচ্ছে ময়না।
যেনো পৃথিবীর ডাকনাম কমলালেবু!
যেনো যুক্তাক্ষরহীন সম্পর্ক লিখতে শিখে গেছে সময়।

(Visited 31 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.