ওহে ভ্রাম্যমান প্রেমিকা,
তোমার প্রিয় ভ্যানিটি ব্যাগটার জমে যাওয়া ময়লা, তোমার বা-হাতের বুড়ো হয়ে যাওয়া নখ খসে নেয়।
রোদ চশমায় জমে যাওয়া ধুলোয় আক্ষেপ রাখেনি এ শহর,
আঙ্গুলের রগ কতটা সূক্ষ,
সেতো তখনি তোমার চোখে বেদুঈন রঙ।
And the rush day is the day before yesterday,
But you breathe like the invisible poet,
and try to ‘legalize’ marijuana; which was more visible than the last nail you clipped alone!
তুমি ভ্যানিটি ব্যাগ ভালোবাসো,
শেষ অবধি ভালোবাসো,
ঐযে সেই নখ আর চশমার খ্যাতনামা ধুলো!
পৃষ্ঠা উল্টোলেই যত বিপত্তি,
তাই তুমি তবে হারিয়ে যাওয়া ক্যানভাসের পুর্বেই থেকো,
আত্মায় সীধে যাওয়া ধুলো ময়লা হয়ে,
আমার এই ঢিলেঢালা রংহীন খ্যাতনামা শহরে।
—
(Visited 94 times, 1 visits today)