সময়ের প্রতিবাদ

লাল লাল ছোপ পরা এই স্মারকলিপিতে,

আজ ঠাই পায় মুখোশধারী তপ্ত লোহার দল!

ছুটে চলার এই নগরে তাই আজ জমা,

একরাশ থমকে থাকা দমকা ধোয়া।

দিশারি আজ কেদে বেড়াচ্ছে অবমাননার তরে,

তারা তাই রুদ্ধ দ্বারে দ্বারে দাবি জানিয়ে ফিরে!

আবহমান সময়ের কাটা আজ যার জন্য বন্ধি,

তার খাতিরে কি নিজের ভবিষ্যতের স্বপ্ন বিছাই?

যদি কোনোদিন এই পথের ধারে,

লাশের পাহাড়ে,

আমার নামটি রয়!

তবে এই শহরের করুনা প্রহরে,

কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে,

কারা করবে ক্ষয়?

(Visited 133 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.