ABAR NALANDA

আবার নালন্দা শামীম রেজা   অমরত্বেরও মৃত্যু হবে নালন্দা, জোছনার জলজ-অন্ধকারে। সোমরস পান করে ঈশ্বর নামছেন সোমেশ্বরী জলে আমি দশমাস আরাধনায় জাইগা থাকবো সোমপুরে, সোমেশ্বরী থেকে দূরে; তুমি আসবে তন্দ্রায়, চন্দ্রা নদীর ওপারে; আমি ঘুম-মন্দিরায় সুর তুলবো বাকি কয়মাস টেরাকোটার শিল্পিত খোদাইয়ের মাঝে।   পোষ না-মানা পড়শি-সকাল ঝুইলা থাকবে পাকুড়-শাখায় আমারও ইচ্ছে হীরক-লকেট হয়া ঝুইলা …