অব্যক্ত

আঁচলের খুঁটে জমিয়ে রাখি কত কথা সুনিকেত। গোধূলীর আবীর রঙে ভিজতে ভিজতে ঐ চোখে চেয়ে কতবার বলতে গিয়েও বলা হয় নি- বরং আঁচলের খুটে বেঁধে রেখেছি সে শব্দ,”ভালোবাসি!” শেষ বর্ষায় সাইকেলের চেইন লাগাতে থেমে পড়েছিলে যখন আঁচলভর্তি কদমে লাল হয়ে থাকা চিবুক চিৎকার করে বলেছিলো কিন্তু ফের তাকে গিঁট বেঁধে ফেলে রেখেছি আঁচলের কোনে, সেই …

অসাড় অস্তিত্ব

প্রেমিকের জন্য অপেক্ষা কি ভয়াবহ! অপেক্ষমান প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক একটি বছর। প্রেমিক আসার অপেক্ষায় প্রেমিকার সযতনে সরানো প্রতিটি ধূলিকণা হয়ে ওঠে ভালবাসার বসন্ত। প্রেমিকের জন্য অপেক্ষা কি ঐতিহাসিক! নিশ্চিত পরাজয় জেনেও, প্রেমিকা যুদ্ধের ময়দানে অনড়। প্রেমিকের জন্য অপেক্ষা কি মধুর, অপেক্ষার হেমলক পানে প্রেমিকা হয়ে ওঠে স্বর্গের আফ্রোদিতি।

Poetry platform Poetizer hopes to put the soul back into social media

This Prague-based startup hopes to connect poetry lovers through a social network driven by free speech and shared values. The pitch Poetizer is a free social network for poets and poetry lovers available as a website and on iOS and Android apps. Founded in 2017, the site currently covers over 120 countries with 40,000 poems already written by its …