মৃত্যু

আমি বলতে পারছিনা, তার মৃত্যুর পর একদিনের জন্য সূর্য আলো দেয়নি একটা রাত আকাশ ধোয়া জোৎস্না হয়নি প্রায় এক মিনিটের জন্য হলেও একটা গাছের পাতা নড়েনি যদি বলতে পারতাম তাহলে সত্যিই হয়তো বুঝাতে পারতাম- তার মৃত্যু কতটুকু ছিল, কেমন ছিল — Photo: mønøglitchic

যদিও লুকিয়েছো

ভরা রৌদ্রোরে লাখো জনতার ভীড়ে তুমি এসেছো মুক্ত হয়ে সবারে ম্মৃতি ভর করে, অন্তিমযাত্রায়ও ভুলেনি কেহ্ তোমায় আপন স্বজন হারানোর বেদনা যেমন তেমনি লেগেছিল মনে, ভেবে এসেছিল জানাযায়, ছিলে সবে ক্রন্দনে। দেখিলে তুমি অবাক হতে ! করিয়াছে তোমার লাগি শোক রেখে গেলে কর্মে প্রমান,তোমার আছে বিশ্বলোক। ভুলিবে না কেহ্ যদিও লুকিয়েছো তোমার দেহ রক্তের বাঁধনও …