এক মুঠ মিথ্যের লোভে
হারাও সব সত্যগুলি
এক স্বর্গ সোনালি স্বপ্নে
হঠাৎ জ্বলে
লোভের দাবানল
খোঁজো একটু ফাকি
খোঁজো তাই নাকি
খোঁজ কত জঞ্জালভেরা
মিথ্যে জালে
কৃত্রিম গুচ্ছ সুখ
সত্য কি খুব ভয়ানক?
এক ঝাঁক জোনাকির ভীরে
হারাও এক আকাশ তারা…
(Visited 64 times, 1 visits today)