আসো!
যেকোন দিন একটিবারের জন্যে হলেও আসো!
তুমি এলেই ফুল ফোটাবে মৃত্তিকাহীন প্রাচীন দূর্বাঘাসও।
এসো, কিন্তু যেওনা!
যেতে চাইলেই ফণা তুলবো, ছোবল দেবো। সাপ ভেবে ভয় পেওনা
শেষ অব্দি
যাবেই যদি
সঙ্গে নিও সঙ্গটুকু।
বরফ ঢেলে, আগুন জ্বেলে সাজিয়েছি ব্যতিক্রম বাসর।
সেই যে কবে বেহুলা আর মৃত লক্ষিন্দর
অভিশাপের ভেলায় চেপে ছেড়েছে বন্দর।
প্রিয় আমার,
ইহকালের সর্বনাশ আর
অগ্নিজলে উল্টো সাঁতার
দিতেই না হয়, এসো। যেতে চেয়োনা।
বার্তাবিহীন একটিদিনের জন্যে হলেও এসো। কিন্তু যেওনা।
(Visited 160 times, 1 visits today)