লোকাল বাসের ইগো লইয়া খাড়ায়া আছো কেন পাঠক?
তোমারে তো এই রুটে চলা বাংলা কবিতার বাস থেইকা
ভাড়া না লইয়াই নামায়া দিছে নব্বই দশকের রাস্তায়…
তুমি আবার উঠছো কেনো বাসে?
উঠছই যদি, তাইলে আবার
দরজার কাছে, লেডিস সিটের ধারে-
ওগো লোকাল বাসের ইগো, খাড়ায়া আছো কেনো
পাঠক, তুমি এই রুটে এই বাসের
নিত্যসকল রুচির চানাচুরের… ঝালমুড়ি আর
ডালভাজাদের অবাধ অগাধ ওঠানামার
এই রাস্তা থেকে সরো, নামো…
নেমে না গেলে আবার নামিয়ে দেবো
এই এই এই সব বাংলা কবিতা যাদের
ওদের উঠতে নামতে ধরতে ঘেঁষতে দাও, তুমি ফোটো
ছেউড়িয়া আর অলির দরগা থেকে ভক্তকুলও আসো
আর যারা আছে ডাকনামে যদি ফ্যান
উহাদের সাথে সকলে লাইক মারো
তোমাদের মোর খারাপ লাগে না তো
আর, পাঠক, প্লিজ পাঠক… সিরিয়াস হয়ে উঠছে বাসের পরিবেশ
দরজার কাছে, লেডিস সিটের ধারে
এই যে তুমি ধুরন্ধর সব, দেখায়তেছো যা, সব ভান
ওগো লোকাল বাসের ইগো, কিন্তু আর কেনো?
তোমার কুঁতকুঁতে চোখ, হোতকা গতর, বেঢপ সাইজ
ঘামের গন্ধ, হোলদে দাঁত, বদ নজর… সব
তেলচিটচিট তেলচিটচিট তেলচিটচিট
গা ঘিনঘিন গা ঘিনঘিন
হায় পাঠক, তোমার ফুটেজ সিসিক্যামেরায় ধরা-
লেডিস সিটের দিকে তাকায়া তুমি ঘোঁৎ ঘোঁৎ
নিঃশ্বাস ফেলতেছো ভর্তি পরীক্ষার্থী মফস্মলের গুডবয়টার কাঁধে
আর সে সরতে গেলেই তোমার রোগগ্রস্থ নুনুর ছোঁয়ার ডরে…
বিকারগ্রস্থ, বাড়ী ফিরে গিয়ে খুন করে সেবিকারে
ওহ, পাঠক তোমার এসব টেরিবল সিকনেসে, চিরদিন সাবপ্রেসে
এই রুটে চলা বাংলা কবিতার বাসে ওঠে না কখনো
রুকসানা, পারমিতা, মারফিয়াও আর এ রুটের অন্য বাসে চড়ে
জীবনানন্দের কবিতার ক্লাসে হাজিরাখাতায় রেড মার্ক পেয়ে পেয়ে
এ্যবসেন্টমাইন্ডেড হয়ে গেছে বনলতা সেন
পাঠক, তোমার স্বভাব বাসের সবার চেনা
তুমি বরাবরই মিরপুর থেইকা উঠে
ফার্মগেটের ভাড়া দিয়া নামো শাহাবাগ
পাঠক… সিরিয়াস হয়ে উঠছে বাসের পরিবেশ
তুমি এই বাস থেইকা নামো, ওরা ক্ষেপে গেলে
যে “খুন” দেখে ইতর হাসিতে কবিরে তুমি কতল করতে চাইতে
সেই শব্দই হয়ে যেতে পারে তোমারই ললাট লিখন
শেখ হাসিনাও সামলাতে পারবে না তখন
ফ্যানজ… ডিয়ার ফ্যানজরা করে ফেলতে পারে যা তা
এই যে রাস্তায় যাবতীয় সব নম্বর বা নম্বরহীন বাস
আর বাসের ভিতর যাত্রী তেমন নাই
খালি ফ্যানজ আর তাদের সমিরণ
ভক্ত ভর্তি সংরক্ষিত আসন
আহা… কুল… কুল বেইব… স্টে এ্যান্ড বি কুল
ওকে, ভক্ত তুমি হাফ ভাড়াই দিয়ো
তুমি তোমার লোকাল বাসের ইগো লইয়া নামো, পাঠক
-নামোস না কিল্লায়, এহনতরি
-ওই হালার পো, দেইখা গেছো খাড়ায়া, পাঠক মামদোভুত
-চিনি তোমারে
-শালা, নাম, রাস্তা ছাড় নাটকির পো
-ভাই, সামনে যে আছেন কানের গোড়ায় চটকানি মারেন, নাইলে নামবোনানে।