একমুখ নারীর মত,
স্বপ্নপূর্ণা,
বিধাতার দেয়া সব’ই আছে,
ভাঙ্গা আয়নায় –
বৌ সাজা কি দেখা হবেনা ??
একমুখ নারীর মত,
কেউ শুনেনা –
বাজিয়ে নূপুর পা দুইখানা –
কথা কয়,
দেহের মধ্যে হৃদয় কোথায় ??
একমুখ নারীর মত,
বর্ণহীন,
অনেক প্রশ্ন তুলে দেয়,
ঘোলাটে,
ভালোমানুষি আর কত দেখাবি ??
একমুখ নারীর মত,
মাতাল,
অমাবস্যায় তারা খোজে,
খদ্দের পতিতালয় ঘুমোয় না –
তবে কোথায় সমাজের পবিত্রতা ???
একমুখ নারীর মত,
সর্বাঙ্গে,
কমদামী সুগন্ধি মেখে,
কাছে আয় কেউ –
পতিতা পতি বেশে ।
(Visited 33 times, 1 visits today)