তোমার জন্য অপেক্ষা- রত্না সরকার

-রত্না সরকার
তোমার জন্য অপেক্ষা
আমার শাশ্বত অপেক্ষা
যেভাবে তপোবনে তপস্যামগ্ন এক ঋষিকে ডেকেছিল মায়াবতী,
প্রগাঢ় মমতায়,
তোমাদের সভ্যতা তাকে ডেকেছিলো
“ছলনাময়ী”
সম্বোধনের খোদে,
যে নারী প্রাণতুচ্ছ করে চেয়েছিল “ভালবাসা”
তাকে করেছ উপেক্ষা,
বলেছ “দাসী”
হেসেছ “তাচ্ছিল্যে”
তুমি এখনো খুজে চলেছ সীতা আর শুর্পণখায় প্রভেদ,
যে নারী ভালবেসেছে তাকে ই বলেছ,
মোহিনী, ছলনাময়ী,
অথচ মাতৃত্ব চাও নি কালান্তরে।

তপোবনের ঋষি,
তোমার জন্য অপেক্ষা
সভ্যতার কালান্তরে ক্ষয়ে যাবে নগরের পর নগর
এই ছাদবিহীন পৃথিবীর কোন এক প্রান্তে,
উড়ন্ত বাতাসে তোমার পদচিহ্ন ধরে বুকের পাজরে রাখবো আমি
তোমার জন্য অপেক্ষা
নারী কে একদিন ঠিক বুঝবে তুমি,

Photograph: Pars Times

(Visited 90 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.