Submitted by Guest on December 6, 2016 – 1:13pm
Album Description:
1-2. ।।গারো লোকসঙ্গীত।। মধুপুর জলছত্র ইউনিয়নে লিওনার্দো’এর বাড়িতে এসেছিলেন ‘আম্মি’ নামের একজন লোকসঙ্গীত শিল্পী।সন্ধ্যায় তার কণ্ঠে ভেসে আসে সুর-সঙ্গিত ‘আজিয়া’ নামক ধারাটি। এভাবেই সারারাত ধরে চলতে থাকে লোকসঙ্গীতের আসর। গত নভেম্বর, সন্ধ্যা সাতটায়। 3-4. ।।বার্ধক্যের সময়গুলি।। এক গারো বৃদ্ধের গল্পের মাঝে হারিয়ে ফিরে আসা, এভাবেই সময় গুনছে, জানেনা সে কোথায় যাবে। তবুও তাকিয়ে থাকে। এটাও গত নভেম্বরের বিকেলের কথা। 5. ।।শৈশবের সাইকেল।। শৈশবে সাইকেল চালানোর ইচ্ছেগুলো খুবই প্রবল। তাই ভরদুপুরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর নেশাটা এমনই থাকে। গত নভেম্বরের দুপুরে দেখেছিলাম তাকে। 6. ।।গারো শিশু।। আনমনে দুপুরবেলা খেলার আনন্দে মেতে ওঠে গারো শিশুটি। হাতে তার বাঁশ আর বিয়ারিং দিয়ে বানানো গাড়ি। এভাবেই আনন্দে সে বাইরে ঘুরছিল। গত নভেম্বরের দুপুরে।
(Visited 161 times, 1 visits today)