আসক্তি
অয়ন আবদুল্লাহ
_________________________________
আমার কলঙ্কিত ঠোঁটে তুমি নির্মল একটি রাত এঁকে দাও।
কথা দিচ্ছি,
বিশুদ্ধ হয়ে যাবো নিষ্পাপ স্বিকারোক্তি কোরে।
নিকোটিন বুকে ঈশ্বর পোড়েন,
পদাতিক শহর উড়ে গেছে কাকের পাখনায় ভর কোরে।
আমি আঙ্গুল ছুলেই, রূপালী আলো মহৎ হয়ে ওঠে।
কিছু হৃদয় নাকি লটকে গ্যাছে ব্যালকনির গ্রিলগুলোয়।
কিছু হৃদয় চলে গ্যাছে আলোর সন্ধানে।
আমিও চলে যেতে পারতাম।
কবিদের নাকি থেকে যেতে নেই।
শুধু তোমাকে চাই বলেই, মেনে নিয়েছি এই শৃঙ্খল।
প্রেমিক বলেই বন্দি হয়েছি তোমার চিলেকোঠায়।
(Visited 45 times, 1 visits today)