আমি রাত দেখেছিলাম

আমি রাত দেখেছিলাম

আমি রাত দেখেছিলাম চাঁদ ধোয়া জলে,
তখনো পৃথিবীতে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিতে বিভাজন শুরু হয় নি,
আমরা ভালোবাসলে তাতে ঘৃণা মেশাতাম না।
তাই আমার সমস্ত অনুভূতিতে তখন ছিল
বিস্ময় , শুধুই বিস্ময়।
এক আত্মা পরিমাণ বিশুদ্ধ বিস্ময় নিয়ে আমি যা দেখেছিলাম
আজো তার সমকক্ষ হতে ইতিহাসের পর ইতিহাস রচিত হয়।

I saw night.

I saw night in the sea-water showered by moon.
Still then sense perceived feelings in the earth were not in pieces;
When we loved we never mixed there a single drop of hatred.
So to only surprise my sense got stuck .
Things that I saw
With a soul full of unpolluted surprise,
History after history is being written on yet
To reach it.

 

Original Writer Name: 
Salma Leena
(Visited 388 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.