অসমাপ্ত আবেগ (শরণার্থী শিশু আয়লান’ কে)
শেখ সাদী মারজান
বোদরামের সৈকতে মুখ থুবড়ে
পড়ে আছে একটি শিশু,
গায়ে লাল জামা, নীল হাফ প্যান্ট
পায়ে জুতা আর মোজা আছে।
দেহ থেকে প্রাণটা উড়ে গেছে।
যেন ফুটন্ত একটি ফুল
কান পেতে বালুর কথা শুনছে
আর বলছে এই তোমাদের সভ্য পৃথিবী!
সমুদ্র তাকে হজম করেনি
ফিরিয়ে দিয়েছে, অথচ
চলমান সভ্যতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ,
মানুষকে ভিনদেশে, সমুদ্রে আর মৃত্যুর পথে ঠেলছে।
(Visited 45 times, 1 visits today)